এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

দক্ষিণ সুরমার ব্যবসায়ীদের সাথে সিলেট ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ১৭ অক্টোবর, শুক্রবার, ২০২৫
দক্ষিণ সুরমার ব্যবসায়ীদের সাথে সিলেট ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: আসন্ন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন ২০২৫-২৭ উপলক্ষে দক্ষিণ সুরমার সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে “সিলেট ব্যবসায়ী ফোরাম” এর এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে দক্ষিণ সুরমার ব্যবসায়ীদের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামীর চেম্বার হবে ব্যবসায়ীবান্ধব। বিগত দিনে যারা চেম্বারকে বিতর্কিত করেছেন এবং চেম্বারকে নিজের ব্যক্তিগত অফিস মনে করতেন। এখন সময় এসেছে ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে। এবারের চেম্বার নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোমের প্রার্থীরা বিজয়ী হলে ব্যবসায়ী কল্যাণে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। বক্তারা আরো বলেন, চেম্বারের নির্বাচন কেবল পদ-পদবির প্রতিযোগিতা নয়, এটি ব্যবসায়ীদের অধিকার, প্রণোদনা, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক নীতিনির্ধারণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সিলেটের ব্যবসায়ীরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন, তবে চেম্বার নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করবেন।
রড-সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রফেসর মো. মজনু মিয়ার সভাপতিত্বে ও চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদের চৌধুরী এবং সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরীর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত এহতেশাম-এনাম-নাফিস প্যানেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুস চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. নাফিস জুবায়ের চৌধুরী, পরিচালক প্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওসার আহমদ রবি, মো. মাজাহারুল হক, মো. নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামসুর রহমান কামাল, আবু সুফিয়ান প্রমুখ। এছাড়াও ব্যবসায়ীবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন