
যুগভেরী ডেস্ক ::: সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এসময় আহত হয়েছেন ২০ জন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজারে এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় আহত হয়েছেন অনেক মানুষ। ট্রেন উদ্ধারে কাজ চলমান রয়েছে। দ্রুত সারাদেশ সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন