এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

বাংলাদেশে যে সরকারই আসুক, তাদের সঙ্গে কাজ করবে ভারত : বিক্রম মিশ্রি

Daily Jugabheri
প্রকাশিত ০৭ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫
বাংলাদেশে যে সরকারই আসুক, তাদের সঙ্গে কাজ করবে ভারত : বিক্রম মিশ্রি

আন্তর্জাতিক ডেস্ক ::: বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে যে দলই বিজয়ী হয়ে সরকার গঠন করুক, ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। খবর বিবিসি’র।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বার্তা দিয়েছে, আমরা এতে উৎসাহিত। প্রতীক্ষায় আছি যে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হলে সেই ভোটের মাধ্যমে সরকার গঠন করা দলের সঙ্গে ভারত কাজ করবে কি না? বিক্রম মিশ্রিকে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই আসুক, আমরা তাদের সঙ্গে কাজ করব।’

সূত্র:এমবি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন