এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

……………………………

এডভোকেট সুমন ইতালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার শেষে দেশে ফিরলেন

Daily Jugabheri
প্রকাশিত ২৯ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ০২:৫৬:৪৬
এডভোকেট সুমন ইতালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার শেষে দেশে ফিরলেন

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের কৃতি সন্তান এডভোকেট সুমন পুরকায়স্থ জাতিসংঘের আন্তঃআঞ্চলিক অপরাধ ও বিচার গবেষণা ইনস্টিটিউট এর আমন্ত্রণে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল’ বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করতে বিগত ১৪ই এপ্রিল ইতালির তুরিন শহরে যান৷ ইন্টান্যাশনাল ক্রিমিনাল ল’ সেমিনার ইতালির তুরিন শহরে অনুষ্ঠিত হয়। এডভোকেট সুমন পুরকায়স্থ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিধল গ্রামের প্রয়াত সুভাষ পুরকায়স্থের ছেলে।  তিনি বলেন, এ ধরনের সেমিনার একজন আইনজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন পেশায় অনেক কিছুই জানার প্রয়োজন হয়। সারা বিশ্ব থেকে আসা আইনজীবীদের সাথে সেমিনারে অংশগ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন৷ আন্তর্জাতিক সেমিনারে অর্জিত জ্ঞান একজন আইনজীবী তার নিজের দেশে প্রয়োগের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবতার সেবায় নিজেকে যুক্ত করে সমাজ তথা রাষ্ট্রের কল্যাণের পাশাপাশি নিজেকেও সমৃদ্ধি করা যায়। তিনি আর ও বলেন, আজকের এই বিশ্বায়নের যুগে নিজেকে স্মার্ট হিসেবে তৈরী করার বিকল্প নেই। এডভোকেট সুমন পুরকায়স্থ ইতালি থেকে সফলভাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল’ সেমিনার শেষ করে ২৭ এপ্রিল দিবাগত রাতে দেশে ফিরেন। তিনি সবার আশীর্বাদ দোয়া ও ভালবাসা নিয়ে দেশ ও জাতির কল্যাণে আইন সেবায় মানুষকে আমৃত্যু সেবা দিয়ে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন