যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (চট্ট-৭০৭) সভাপতি মো. জাকারিয়া আহমদ জামিনে মুক্তি পাওয়ায় নগরীতে এক আনন্দ মিছিল বের করে শ্রমিকরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে আদালত থেকে জামিন পেয়ে মো. জাকারিয়া আহমদ হাজতখানা থেকে বের হলে শ্রমিকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এই আনন্দ মিছিল বের করে শ্রমিকরা। এর পূর্বে আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. দিলু মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক নেতা আলী আকবর রাজনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সম্পাদক ও সিলেট বিভাগের সভাপতি হাজি মঈনুল ইসলাম।
বক্তব্য রাখেন সিলেট জেলা ১৪১৮ এর সাধারণ সম্পাদক মুহিব মিয়া, ৭০৭ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, ২০৯৭ এর কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, ৭০৭ এর কেন্দ্রীয় কমিটির নেতা মোহাম্মদ আলী, আলতাব চৌধুরী, এম বরকত আলী, কাওছার আহমেদ, সুজন মিয়া, রাজা আহমেদ রাজা, মুহিবুর রহমান এপলো, লিটন আহমেদ, আব্দুল মান্নান, সেবুল আহমেদ, কামরুল ইসলাম, এবাদুল আহমদ, সালাম মিয়া, নুরুল ইসলাম খান, জাহিদ মিয়া, আব্দুল্লাহ, আব্দুল হান্নান, শাহীন আহমেদ, হেলাল উদ্দিন, আনছার আলী, মাহাবুব উদ্দিন প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা