যুগভেরী ডেস্ক ::: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীর উদ্দিন বলেছেন, ‘ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর ২-৩ সপ্তাহের মধ্যে ইউরোপে রপ্তানি খরচ কমেছে ৩৭% আর যুক্তরাজ্যে ১৩%। এই খরচ কিভাবে আরও কমানো যায় সেটি চিন্তা ভাবনা করা হচ্ছে।’ রবিবার সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা শেখ বশীর উদ্দিন আরও বলেছেন, ‘আমাদের সক্ষমতা বৃদ্ধি করাটাই হচ্ছে আমাদের আগ্রহ, আমাদের কাজ কাউকে বাধা দেওয়া নয়। নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা এবং নিজেদের পায়ে দাড়ানো। ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর যে সমস্যা হবে ধারণা করা হয়েছিল বা রপ্তানিতে যে প্রভাব পড়ার ধারণা করা হয়েছিলো তা কিছুই হয় নি। আমার পূর্বের খরচ থেকেও কম মূল্যে পণ্য পাঠাতে সক্ষম হব।
রবিবার সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর এই প্রথম ৬০ টন গার্মেন্টস পণ্য স্পেনের জারাগোজা শহরে রপ্তানির মধ্য দিয়ে চালু হলো এই কার্গো ফ্লাইট। কার্গো ফ্লাইট চালুর মাধ্যমে ইউরোপে পণ্য রফতানিতে এ অঞ্চলের জন্য একটি নতুন যুগের সূচনা হল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা