এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী

Daily Jugabheri
প্রকাশিত ২৭ এপ্রিল, রবিবার, ২০২৫ ১৮:৪২:০৬
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী

যুগভেরী ডেস্ক ::: মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিই হচ্ছে ব্যবসায়ীরা। ব্যবসার সাফল্য একটি দেশের প্রবৃদ্ধি, সামগ্রিক টেকসই উন্নয়নে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তিনি বলেন, আপনাদের আসল পরিচয় হচ্ছে আপনারা ব্যবসায়ী। সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কার্যক্রম প্রশংসনীয়। তারা ব্যবসায়ীদের কল্যাণে যেমন কাজ করে যাচ্ছেন, তেমনি দেশের যে কোন দূর্যোগেও ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করে অসহায় হয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ থাকলে যে কাজে সাফল্য পাওয়া যায়। নগরীর ফুটপাত ও অটোরিক্সা বন্ধেও এই সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি। এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ব্যবসায়ীদের জন্য একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
তিনি শনিবার (২৬ এপ্রিল) রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি শাহ আহমেদুর রব।
বক্তব্য রাখেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি নুরুল ইসলাম সুমন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি ও ভেজিটেবিল মার্কেট কমিটির সভাপতি ছাদ মিয়া, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলী আকিক, সিলেট জেলা ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, মো. পংকি মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, শামীম চৌধুরী, রাজু আহমদ, জাহাঙ্গীর আলম, জেলা ব্যবসায়ী ঐক্য সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মো. মিসবাউল করিম, দপ্তর সম্পাদক মো. আলা উদ্দিন, মো. আফরোজ আলী, কার্যকরি পরিষদের সদস্য ও দরগাহ বাজার ব্যবসায়ী কমিটির সদস্য তানিমুল ইসলাম, মো. আবুল খায়ের, মো. আলা উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল গফুর, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি লুৎফুর রহমান লিলু। এছাড়াও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ব্যবসায়ীদের কল্যাণে এই সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন