যুগভেরী ডেস্ক ::: সিলেট সদর উপজেলার ধোপাগুল স্টোন ক্রাশার, পাথর বালু ব্যবসায়ী ও ট্রাক পিকাপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক এর কার্য়ালয়ে হল রুমে জেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, অবৈধ পাথর ভাঙ্গা যাবে না শুধু এল সি পাথর ভাঙতে হবে, মিলে পাথর ভাঙ্গার সময় পানি দিয়ে পরিবেশ রক্ষা করতে হবে, সরকারি ভূমি অথবা রাস্তার জায়গা বাদ দিয়ে, স্টোন ক্রাশার মিল নিজের বা ব্যক্তি মালিকানা জায়গায় স্থাপন করতে হবে। তিনি
সকল ব্যবসায়ী নেতৃবৃন্দকে বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন বলেন, নিজ নিজ দায়িত্বে ও স্টোন ক্রাশার ও পাথর বালু ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা বিষয়টি মনিটরিং করুন, কেউ যাতে অবৈধ কাজ করেত না পারে। হামলায়-মামলার বিষয়টি নিয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে কোনো মামলায় নিরীহ ও নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে সবাইকে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি দিলু মিয়া,কার্যকরী সভাপতি, আব্দুল সালাম, সিলেট জেলা জেলা ট্রাক কাভার ভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজির আহমদ স্বপন সাধারণ সম্পাদক, নুর আহমদ খান সাদেক,ব্যবসায়ী নেতা ও সিলেট সদর উপজেলা বিএনপি'র নির্বাহী সদস্য মামুন আল রশিদ হেলাল, স্টোন ক্রাশার ব্যবসায়ী ও খাদিম নগর ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি সৈয়দ ছালেহ আহমদ শাহনাজ, স্টোন ক্রাশার ব্যবসায়ী ও খাদিম নগর ইউনিয়ন জামায়াত ইসলামি নেতা জয়নুল হক, ব্যবসায়ী নেতা ও সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক,আবু সাঈদ শাহীন, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহবায়ক,আব্দুল মুমিন, ব্যবসায়ী নেতা ও সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, নুরুল হক সিলেট সদর পাথর বালু ব্যবসায়ী সমিতির সভাপতি, মন্তাজ আলী, সাধারণ সম্পাদক, মুজাম্মেল আলম সাদ্দাম, কোষাধ্যক্ষ, আজাদ মিয়া, সিলেট সদর পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মুহিবুর রহমান সুলেমান, সহ সাধারণ সম্পাদক, আব্দুল হক ভোলাগঞ্জ ষ্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি, আব্দুল জলিল সাধারণ সম্পাদক, শওকত আলী বাবুল ব্যবসায়ী, আব্দুল আহাদ, মামুনুর রশীদ, গুপি বাবু,হাবিব,কাজি ফরহাদ, মো: সুজন সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা