এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেটে যে কারনে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল’ স্থাপনে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

Daily Jugabheri
প্রকাশিত ১৯ এপ্রিল, শনিবার, ২০২৫ ০৩:২৩:১৪
সিলেটে যে কারনে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল’ স্থাপনে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

যুগভেরী ডেস্ক ::: ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ নামে বাংলাদেশে তিনটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ চীন। ইতিমধ্যে এই হাসপাতাল গুলোর নির্মাণের কার্যক্রম এবং স্থান নির্ধারণে শুরু হয়েছে প্রক্রিয়া। প্রশংসনীয় এ উদ্যােগে চিকিৎসা ব্যবস্থা নিয়ে নতুন আশাজাগানিয়ার সৃষ্টি হয়েছে দেশজুড়ে।  সেকারনে প্রবাসী অধ্যুষিত সিলেটে একটি হাসপাতাল স্থাপনের অনুমোদন নিয়ে সরব হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি। প্রায় এক কোটি জনসংখ্যার সিলেট বিভাগে বিরাট একটি অংশ প্রতিবছর চিকিৎসার নামে পাশ্ববর্তী দেশ ভারতে গমন করে অর্থের অপচয় সহ মুখোমুখি হচ্ছে নানামুখী ত্যক্ত অভিজ্ঞতার।  দালাল প্রতারকের খপ্পরে পড়ে মানসিকভাবে ভেংগে পড়েন অনেকে। এছাড়া বাংলাদেশী বংশোদভূত অনেকে দেশে এসে চিকিৎসা নিতে যেয়ে ভূল তথ্যে হচ্ছেন ভারতমুখী। ভারতের চিকিৎসা বিজ্ঞাপনে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের নেতিবাচক ধারনাও যথেষ্ট। একই সাথে দেশের চিকিৎসা ব্যবস্থাতে বিরাজ করছে আস্থাহীন এক পরিবেশ। এমনি মুর্হুতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ নির্মাণ দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য নতুন এক মাইলফলক।  এরকম বাস্তবতায় আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে সিলেটের এক কোটি ছাত্র জনতার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে সংগঠনের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ক্বারী শাহাজুল ইসলাম স্বাক্ষরিত স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।  এতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য সেবার দিক থেকে পিছিয়ে থাকা জনবহুল সিলেট অঞ্চলে একটি হাসপাতাল স্থাপন যেমন লাভজনক হবে তেমনি মানুষের উন্নত স্বাস্থ্য সেবা প্রাপ্তিও সহজ হবে। এছাড়া সিলেট একটি প্রবাসী অধ্যূষিত অঞ্চল যেখানে প্রচুর পরিমানে রেমিট্যান্স প্রবাহ থাকে প্রতি বছর। সিলেট বিভাগ ভূ-প্রাকৃতিক ও অর্থনৈতিক দিক অত্যান্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। অন্য দিকে অত্যাধুনিক চিকিৎসা সেবার যথেষ্টা অভাব রয়েছে। স্বারকলিপিতে বলা হয় দেশে থাকা প্রবাসী স্বজনদের উন্নতমানের চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করতে পারবে। এই প্রেক্ষিতে সিলেট বিভাগে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল স্থাপন খুবই উপযুক্ত স্থান বলে আমরা মনে করি।  স্বারকলিপি প্রদানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কার্যনির্বাহী যুগ্ম সদস্য সচিব ও সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী শাহাজুল ইসলাম, আশরাফুর আলম আরিফ, তৌফিক এলাহী তাকরিম, মাহবুবুর রহমান শান্ত, মো: আজিজুল হাকিম, মহিদ হাসান শান্ত, রামিসা আক্তার সুমাইয়া, ইমতিয়াজ আহমেদ শাফিন, রাহাতুল ইসলাম শাহী, তাহমিদ রহমান ফাহাদ ও শাহরিয়ার মাহি প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন