যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপির সবসময় নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। যেখানেই নির্যাতন ও হামলা-মামলা হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে প্রতিবাদ মিছিল ও দোয়া মাহফিল করে যাচ্ছে।
তিনি ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। ফিলিস্তিন ও গাজাকে ধ্বংস করার পরিনতি ভয়াবহ হবে। খুব শীগ্রই ইসরায়েলি দোসরদের এ গণহত্যার চরম মূল্য দিতে হবে।
তিনি সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাদ যোহর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর এর উদ্যোগে ফিলিস্তিনের গাজা উপত্যাকাসহ পুরো অঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা, বর্বরতা, নির্বিচারে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সভায় অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবাক ও জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ুন কবির শাহীন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সহ সভাপতি এ কে এম শাহজাহান, সহ সভাপতি একরাম হোসেন মারুফ, বদরুল আলম, হাজী আনোয়ার হোসেন, সুলতান আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল আহমদ, তাহের আলী সুমন, সৈয়দ মোস্তাক আহমদ, শহীদ আহমদ, ময়নূল হক স্বাধীন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুরশেদ মিয়া, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম জয়, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, সহ দপ্তর সম্পাদক নাহিদ তালুকদার, সহ আইন বিষয়ক সম্পাদক সেলিম মো. আব্দুর রব, সহ সমাজ সেবা সম্পাদক শহীদুল ইসলাম রাজিব, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আহসান হাবিব, আব্দুস শুকর, সাকিল আহমদ, আফজল হোসেন বেলাল সাহেদ আহমদ, বিপুল আহমদ প্রমুখ।
ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা