
যুগভেরী ডেস্ক ::: গত ১৭ বছর ধরে যেসব নেতাকর্মী স্বৈরাচার আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি সিলেট মহানগর বিএনপি যুক্ত সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব। তিনি বলেন, যারা নিষ্পেষিত হয়েছেন, মামলা-হামলা নির্যাতনের স্বীকার হয়েছেন, দলের আদর্শ থেকে পিছপা হননি, তাদের পেছনে রাখার সুযোগ নেই। আগামীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের জন্য যে কোন কর্মসূচী দেওয়া হবে স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করবে এটা আমার বিশ্বাস। তিনি (১২ এপ্রিল) রাতে নগরীর মদিনা মাকের্ট এলকায় একটি রেষ্টুরেন্টে স্বেচ্ছাসেবক দল জালালাবাদ থানা শাখার পরিচিতি সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মানিক মিয়ার পরিচালনায়,
পরিচিতি সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে কাউকে শান্তিতে থাকতে দেয়নি, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মামলা হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা সবসময় সবাইকে সজাগ থাকতে হবে, যারা আমাদের সাথে দুঃসময়ের আন্দোলন সংগ্রাম অগ্রগামী ভূমিকা পালন করেছে, আর যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম রাতের ঘুম হারাম করেছে,তাদেরকে মূল্যায়ন করা হবে।
ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমির আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের মিসবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, সোবহান আজাদ, মোঃ সালাউদ্দিন,ছালেক আহমদ চৌধুরী, এসময় আরো উপস্হিত ছিলেন-জালালাবাদ থানা কমিটির-কামরুল ইসলাম ,সুফিয়ান আহমদ, জাহাঙ্গীর আলম, রেজওয়ান রনি, কুতুব উদ্দিন জুয়েল, সেলিম আহমদ, হাফিজুর রহমান, আব্দুস ছোবহান, মনজ্ঞু মিয়া, সোহেল আহমদ, নাঈম ইসলাম আশিক,(দপ্তরের দায়িত্বে) আব্দুল কাদির, শামছুদ্দিন, মোঃ লিমন ,নজরুল ইসলাম সুমন সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন