
যুগভেরী ডেস্ক ::: নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ।
গত শনিবার (১২ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা বন্ধ করতে হবে। বক্তারা সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তুলে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো আহ্বান জানান এবং ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলার জোর দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম আহমদ, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য মাসুক আহমদ, কয়েছ আহমদ দারা, কামাল আহমদ, রেজাউল করিম, আব্দুল ওয়াদুদ সোহাগ প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন