
যুগভেরী ডেস্ক ::: ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঐতিহ্যবাহী ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের হবে।
রোববার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
শোভাযাত্রার প্রস্তুতি শুরু হবে সকাল ৮টা থেকে এবং এটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। অন্যসব প্রবেশপথ ও সংলগ্ন সড়কসমূহ এই সময়ে বন্ধ থাকবে।
ক্যাম্পাসে নববর্ষের সব ধরনের অনুষ্ঠান সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে। ৫টার পর কোনোভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে। নববর্ষ উপলক্ষে রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে কোন ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন