এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

জাফলং পানিতে ডুবে ঈদের ১ম দিনেই প্রাণ গেল পর্যটকের

Daily Jugabheri
প্রকাশিত ০১ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ১৩:০৯:০৪
জাফলং পানিতে ডুবে ঈদের ১ম দিনেই প্রাণ গেল পর্যটকের

দূর্গেশ সরকার বাপ্পী গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের জাফলং পর্যটনকেন্দ্রে ঈদের দিন বেড়াতে এসে পানিতে ডুবে নয়ন মিয়া (১৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা যায় মৃত নয়ন মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ঈদের দিন কয়েকজন বন্ধুদের সাথে সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে যান নয়ন মিয়া। নয়ন মিয়াসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে তিনি স্রোতের টানে পানিতে তলিয়ে যান। পরে তার সঙ্গী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন