
দূর্গেশ সরকার বাপ্পী, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার( ৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১ টার দিকে উপজেলার লামার দমদমীয়া গ্রামের দুর্ঘামারা বিলের পারে খেলা মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানায়,ভীতরগুল ও লামার দমদমীয়া গ্রামের লোকজনের মধ্যে দুর্ঘামারা বিলের পারের একটি অস্থায়ী খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে উভয় গ্রামের মধ্যে গত কয়েক দিন ধরে সালিশি বৈঠক চলে আসছিল।সোমবার ঈদের নামাজ শেষে ১১ টার দিকে দমদমীয়া গ্রামের বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছিল।এদিকে ঈদের দিন দমদমীয়া গ্রামের যুবকরা মাঠে খেলার আয়োজন করে।ওপর দিকে ভীতরগুল গ্রামের একদল যুবক মাঠে ফুটবল খেলতে যায়।দমদমীয়া গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলতেছে ওপর দিকে ভীতরগুল গ্রামের একদল যুবক মাঠে খেলতে যায়।এসময় উভয় গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলা নিয়ে বিবাধে জড়ায়।এক পর্যায়ে তর্কে জড়িয়ে লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।পরে আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন