এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

Daily Jugabheri
প্রকাশিত ৩০ মার্চ, রবিবার, ২০২৫ ১৯:০৯:৪১
শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

যুগভেরী ডেস্ক ::: শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আগামীকাল সোমবার। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় (বাদ মাগরিব) তথ্যটি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যদের নিয়ে গঠিত এ সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

পরে চাঁদ দেখা কমিটি জানায়, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। সেই প্রেক্ষিতে একই ভৌগোলিক অঞ্চল হওয়ায় বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও আগামীকাল সোমবার ঈদুল ফিতর পালিত হবে।

এর আগে আজ রোববার ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি, ফিলিস্তিন ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি মুসলিম দেশ। এসব দেশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ পালন করা হচ্ছে।

বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, রোববার বাংলাদেশে চাঁদ দেখা যাবে। আর সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

গতকাল শনিবার আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় একটি পোস্টে জানায় ‘বাংলাদেশ : সোমবার ৩১ মার্চ’ ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।’

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন