জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে সাজানো সম্ভব : ইমদাদ চৌধুরী
জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে সাজানো সম্ভব : ইমদাদ চৌধুরী
Daily Jugabheri
প্রকাশিত ২৮ মার্চ, শুক্রবার, ২০২৫ ২০:৪৪:১৭
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে। একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে। জনগণের সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণভাবে সংস্কার করতে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব হবে।
তিনি গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদলের তেমুখী ইউনিটের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে গরিব দুঃখী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিউর রহমান আলীর সভাপতিত্বে জিতু হাসান এবং আব্দুল হাদ লিমনের যৌথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসনাত, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক, যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ জুয়েল, আব্দুর রহমান শামীম ডাক্তার নুরুল হক, হাবিবুর রহমান আব্দুল আহাদ লিমন, ইমরান আহমেদ, সাদেক আব্দুল রকিব, দেলোয়ার হোসেন সায়েম, জাবেদ, বাদশা, সামাদ আহমদ, খালেদ আহমদ, মাসুম সাইদুল হক, মিনহাজুল আবদিন, কামরুল ইসলাম সম্রাট, রিয়াজ, ফাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি