এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

Daily Jugabheri
প্রকাশিত ২৬ মার্চ, বুধবার, ২০২৫ ০৪:২৮:১৭
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।  ২৬ মার্চ (বুধবার) সকাল ১০টায় নগরীর জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে থেকে এক শোভাযাত্রা বের হবে, যা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হবে। এতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।  নির্ধারিত সময় সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে পুষ্পস্তবক অর্পণ সম্পন্ন হবে।  এছাড়াও, বাদ যোহর পবিত্র শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।  অনুরূপ ভাবে, জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি আয়োজনের আহ্বান জানানো হচ্ছে।  জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন