
যুগভেরী ডেস্ক ::: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রোগী ও নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। হামলায় আহত হন আটজন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ইফতারের পর সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে পথচারীদের মধ্যে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে চারজন আহত হন। তারা আরও জানান, হামলায় আহত ব্যক্তিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসার কিছুক্ষণ পরই অন্যপক্ষ হাসপাতালে এসে আহতদের ওপর আবার হামলা করেন। বাধা দিতে গেলে একপর্যায়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগী, নার্স ও ব্রাদারদের ওপর হামলা চালান। এতে আহত হন আটজন।
ওসমানী হাসপাতাল পুলিশের কনস্টেবল বলরাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নার্স ও ব্রাদারদের উদ্ধার করে এবং তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন, গিয়াস উদ্দিন (৩৫), মুসলিম উদ্দিন (৩৩) ও আব্দুর রহিম (২২)।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এবং তিনজনকে আটক করে পুলিশ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন