এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

২৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের ইফতার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৫ মার্চ, মঙ্গলবার, ২০২৫ ১৪:০৭:১৬
২৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের ইফতার বিতরণ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগরীর আওয়াতাধীন ২৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মার্চ সোমবার ২৭ নং ওয়ার্ডের গোটাটিকরে এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জুমান আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সেলিম রানা, নব্য ঘোষিত সিলেট মহানগরীর মোগলাবাজার থানা বিএনপির আহবায়ক আবুল হাসনাত, সদস্য সচিব জামাল আহমদ, মহানগর বিএনপি নেতা মুহিবুর রহমান মারুফ, ২৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মুমিন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার আহমদ, আলমগীর হোসেন, সিলেট মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক জিলানী আহমদ, ৪২ নং ওয়ার্ড বিএনপি নেতা ফয়সল আহমদ, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুহেল আহমদ শানুর, ২৭ নং ওয়ার্র্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সায়েম আহমদ, সদস্য লায়েছ আহমদসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, ফ্যাসিস আওয়ামীলীগের দোসররা দেশকে অস্থিতিশীল করে তুলতে বিভিন্ন পায়তারা করছে। বর্তমানে ছিনতাই, চাঁদাবাজি ও ধর্ষেণের মতো জগন্য কাজে তারা লিপ্ত রয়েছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। তাই, দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। তারা বলেন, দেশের মানুষ তাকিয়ে নির্বাচনের দিকে। তাই, বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দিতে আহবান জানান।
ক্বারী মৌলানা রফিকুল ইসলামের পরিচালনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে তিন শতাধিক মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়।   প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন