এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ২৪ মার্চ, সোমবার, ২০২৫ ২২:৩৭:২৮
অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দূর্গেশ সরকার বাপ্পী, গোয়াইনঘাট::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ মার্চ) বিকেলে আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার।

এ সময় সভায় অংশগ্রহণ করেন গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই জাহিদসহ জনপ্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশবাদী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চা-বাগান কতৃপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় মতবিনিময় সভায় অংশীজনসহ বক্তারা বলেন, বালু-পাথর হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। এগুলো যারা লুণ্ঠন করে তারা শক্তিশালী এবং ভয়ংকর ফেরোসাস। তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ভূমিখোকো, বালু-পাথরখেকো, পাহাড় খোকোদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে না পারলে তাদের দমন করা যাবে না। এরা এক জায়গায় সুযোগ পেলে আশপাশের সব জায়গা থেকে বালু-পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংসের পাশাপাশি বৃহৎ এলাকাকে ধ্বংস করে।

অনু অংশী জনেরা পূর্বের ন্যায় ইজারার মাধ্যমে রাজস্ব আদায় করে সনাতন পদ্ধতিতে সিলেটের সকল পাথর কুয়ারী থেকে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়ার জন্য আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন