এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

ফটো এক্সপার্ট বন্ধু মহলের ব্যতিক্রমী ইফতার মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত ২৪ মার্চ, সোমবার, ২০২৫ ০১:২০:৪১
ফটো এক্সপার্ট বন্ধু মহলের ব্যতিক্রমী ইফতার মাহফিল

সিলেটের দক্ষিণ সুরমরা ভ্রাতৃত্বপ্রতিম গ্রুপ ‘ফটোএক্সপার্ট বন্ধু মহল’ এর উদ্যোগে খোলা আকাশের নিচে, নিরিবিলি ও প্রকৃতির পরিবেশে ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে।  রোববার (২৩ মার্চ) দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিম পাড়া টিলা মাঠে বন্ধু মহলের বন্ধুদের অংশগ্রহণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দক্ষিণ সুরমার ভ্রাতৃত্ব প্রতিম সামাজিক ও অরাজনৈতিক গ্রুপ ‘ফটোএক্সপার্ট বন্ধু মহল’ গ্রুপ। যেখানে সমাজের অনেক তরুণ বিকারগ্রস্ত, অন্ধকার পথে রয়েছে সেখানে ফটোএক্সপার্ট বন্ধু মহলের অনেকে খেলাধুলার আয়োজন করে অনেক তরুণ কে আলোর পথে নিয়ে আসছে। বিপদগামী তরুণদের পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। পাশাপাশি সমাজের অসহায়দের পাশে থেকে সামর্থ্য অনুযায়ী নিরবে সাহায্য-সহযোগিতা করা অব্যাহত রয়েছে। ফটোএক্সপার্ট বন্ধু মহলের বন্ধন আরো দৃঢ় ও অটুট রাখতে সকল বন্ধুকে আহবান জানান।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, পুলের মুখের বিশিষ্ট ব্যবসায়ী জিলানী তালুকদার, সংবাদকর্মী জাবেদ এমরান, সৈয়দ শরিফ, শাহ শাওন মাহমুদ, ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী, সৈয়দ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী সবুজ আহমদ, মুর্শেদ আহমদ চৌধুরী, জায়বুল আনাম জিলান, খালেদ হোসেন, সজিব আহমদ, রুহেল আহমদ।

আরো ছিলেন, শামীম আহমদ, জানিব আহমদ, বাদল আহমদ, আব্দু্স সালাম, আজিম আহমদ, কামরুল ইসলাম, কাজল মিয়া, তানভীর আহমদ ঝুমন, আব্দুল্লাহ, লন্ডন প্রবাসী রুবেল আহমদ, কানাডা প্রবাসী রুবেল আহমদ, সৌদি আরব প্রবাসী জাহিদ আহমদ, পর্তুগাল প্রবাসী শামীম আহমদ, ইটালি প্রবাসী সাদ্দাম হোসেন প্রমুখ।

ইফতার সামনে নিয়ে ফিলিস্তিনসহ বিশ্ব মুসলমানদের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, মো. আলী হায়দার।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন