এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেটে ২১ লক্ষ টাকা আত্মসাৎ’র অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ১

Daily Jugabheri
প্রকাশিত ১৩ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ ২০:২৬:৪২
সিলেটে ২১ লক্ষ টাকা আত্মসাৎ’র অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ১

যুগভেরী ডেস্ক :
সিলেটে বিদেশ পাঠানোর নামে ২১ লক্ষ ৫৪ হাজার টাকা আত্মসাৎ’র অভিযোগে আদালত কর্তৃক গ্রেফতারি পরওয়ানা ভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ধৃত আসামী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পাঞ্জারাই গ্রামের সাজ্জাদুর রহমান পলাশের ছেলে শহিদুল ইসলাম রাহাত (২৫)।   বৃহস্পতিবার মধ্যরাতে তাকে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। উল্লেখ্য ২০২৪ইং সালে ইংল্যান্ডের ওয়ার্ক পারমিটের নামে কয়েক কিস্তিতে ২১ লক্ষ ৫৪ হাজার টাকা আত্মসাৎ’র অভিযোগে ৪ জনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রতারণার মামলা দায়ের করেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ মুহিবুর রহমান মুহিত (৪২)। মামলা নং- দক্ষিণ সুরমা সি.আর মামলা নং-২২৮/২০২৪ইং, ধারা: ৪০৬/৪২০/৩৪ দন্ডবিধি । মামলার আসামীরা হলেন মৌলভীবাজার সদর থানার শ্রীধর করিমপুর গ্রামের মোঃ আব্দুল মন্নানের ছেলে মোঃ আব্দুস সামাদ (৩২), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পাঞ্জারাই গ্রামের সাজ্জাদুর রহমান পলাশের মেয়ে সিরাজুম মনিরা লিপি (২৮) ও ছেলে শহিদুল ইসলাম রাহাত (২৫) ও মৌলভীবাজার জেলার ব্রাক্ষণগ্রাম মহাজন বাড়ীর মুজিবুর রহমান শাহীনের ছেলে মোঃ আতেফ আকরাম মাহী (২৮)। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করলে শহিদুল ইসলাম রাহাত পলাতক ছিলো। পরবর্তীতে নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন