এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

পবিত্র রমজান মাসে আমাদেরকে আত্মশুদ্ধিকরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে–রেজাউল করিম

Daily Jugabheri
প্রকাশিত ১৩ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ ২৩:৫১:৫৯
পবিত্র রমজান মাসে আমাদেরকে আত্মশুদ্ধিকরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে–রেজাউল করিম

যুগভেরী ডেস্ক ::: সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম সেবা বলেছেন, পবিত্র রমজান রহমত, মাগফিরাত, নাজাত এবং সংযমের মাস। এই পবিত্র রমজান মাসে আমাদেরকে আত্মশুদ্ধি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে। প্রতি বছর রমজান এলেই মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং ভেজাল ও নিম্নমানের পণ্য নিয়েও আতঙ্কে থাকে। বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সরকারের নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করছে। সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর। যদি কোনো ব্যবসায়ী সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় করে তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট সম্পর্কে কিংবা যে কারণে পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, রমজানে যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় সেজন্য এসএমপি তৎপর থাকবে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, তিনি ব্যবসায়ীসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. কামাল খান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক, বাংলাদেশ ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নুরুজ্জামান, সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুপন খান, তেলিহাওর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সিরাজ বক্স, সিলেট ইলেকট্রনিক্স জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) যুগ্ম সাধারণ সম্পাদক রানা মজুমদার, সিলেট মহনগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহবায়ক কমিটির সদস্য মো. কামরান হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উপদেষ্টা এ.টি.এম. তারেক, আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান জামাল ও ছাদিকুর রহমান ছাদিক, ব্যবসায়ী কাওছার আহমদ, শাকের আহমদ চৌধুরী, আল মাহমুদ, রুহুল আমিন, রায়হান উদ্দিন, অরুপ বিজয় চৌধুরী, সালাহ উদ্দিন, সাব্বির আহমদ পলাশ, শায়েস্তা মিয়া, শাহ মো. আলী হোসেন, হোসেন আহমদ, সৈয়দ মাহাদ্দিস, পাবেল চৌধুরী, মানিক মিয়া, শামীম আহমদ, তোফায়েল আহমদ, মঈন খান, মাহমুদুল হামান প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন