এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

মানুষের অধিকার আদায়ের লড়াইকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে: ইমদাদ চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত ১২ মার্চ, বুধবার, ২০২৫ ০০:০২:৪১
মানুষের অধিকার আদায়ের লড়াইকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে: ইমদাদ চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ বহু বছর নিজেরা ভোট দিয়ে সরকার কায়েম করতে পারেনি। এখন তারা সে অধিকার চায়। এ অধিকার আদায়ের লড়াইকে নানাভাবে বিকৃত ও বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, বিগত দিনে আমরা দুটি বিষয়ে আন্দোলন করেছিলাম। একটি ফ্যাসিস্টের পতন এবং আরেকটি হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা বিজয় অর্জন করেছি। সেটার জন্য শোকর আদায় করছি। কিন্তু আরেকটা অংশ আমরা অর্জন করতে চাই। সেটা হচ্ছে গণতন্ত্র।

তিনি মঙ্গলবার (১১ মার্চ) ছাত্র-জনতার আন্দোলনে হবিগঞ্জে নিহত সিলেট নগরীর ৩৯নং ওয়ার্ডের ধনপুর গুচ্ছগ্রামের মুস্তাক আহমদের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপহার সামগ্রী প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সহ- সভাপতি এনাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ৩৯নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, সদস্য ফরিদ আহমদ, আব্দুল মুমিন, স্বেচ্ছাসেবক দল নেতা অলিউর রহমান, ৩৯ নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুর রকিব, জালালাবাদ থানা যুবদল নেতা জিতু হাসান, বাদশা মিয়া, কয়েস আহমদ, যুবদল নেতা মাসুম আহমদ খালেদ, ইমরান আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জুম্মান আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন