এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট জাফলংয়ে ৬শ ২০ পিস ইয়াবা সহ আটক দুই

Daily Jugabheri
প্রকাশিত ১২ মার্চ, বুধবার, ২০২৫ ২১:৫২:১৫
সিলেট জাফলংয়ে ৬শ ২০ পিস ইয়াবা সহ আটক দুই

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে।বুধবার (১২ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী আশ্রয়ন প্রকল্পের একটি বসতঘর থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদয় হলেন, উপজেলার নলজুরী আশ্রয়ন কেন্দ্রের মৃত রজব আলীর ছেলে সাহাব উদ্দিন (৫৫)। এবং একই গ্রামের মু্ছা মিয়ার ছেলে জহির উদ্দিন (৫৩),
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই ও পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার ওবায়দুল্লাহ এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ নলজুরী আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের আটত করেন।
আটক ব্যাক্তিদয় ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে থানা পুলিশ। ইয়াবাসহ দুই ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন