এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

শাহ আরেফিন টিলায় টাস্কফোর্সের অভিযান

Daily Jugabheri
প্রকাশিত ১১ মার্চ, মঙ্গলবার, ২০২৫ ২০:৩৪:৩১
শাহ আরেফিন টিলায় টাস্কফোর্সের অভিযান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :::  শাহ আরেফিন টিলার কবরস্থান ও মসজিদ সংলগ্ন এলাকা থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০ টি লিস্টার মেশিন ধ্বংস ও ১২ টি ট্রাক্টর বিনষ্ট করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে অভিযান শেষে এলাকার লোকজনদের কবরস্থান ও মসজিদ সংলগ্ন এলাকা তথা শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন রোধে উদ্বুদ্ধকরণ সভা করা হয়। এর আগে গত রবিবার শাহ আরেফিন টিলার কবরস্থান থেকে পাথর উত্তোলন নিয়ে আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়। এ নিয়ে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় নিউজ প্রকাশিত হলে মঙ্গলবার শাহ আরেফিন টিলায় অভিযান চালায় প্রশাসন। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে ১০টি পাথর উত্তোলনের মেশিন ও ১২টি পাথর বহনকারী ট্রাক্টর বিনষ্ট করা হয়েছে। তাছাড়া অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন