
যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমানে নারী ও শিশুদের প্রতি নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে। সরকারকে এটি কঠোর হাতে দমন করতে হবে। অন্যথায় দেশের ভাবমূর্তি নষ্ট হবে। বিএনপি এসব ঘটনায় প্রতিবাদ জানিয়ে আসছে সব সময়।
নারী নির্যাতন বৃদ্ধি পাওয়ার জন্য বিগত আওয়ামী লীগ সরকারকেও দায়ী করে কয়েস লোদী বলেন, সে সময় বিচারহীনতার সংস্কৃতি ছিল। দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টায় পতিত আওয়ামী ফ্যাসিবাদের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। আমাদের আন্দোলন-সংগ্রামে দেশের সর্বত্রই নারীদের গৌরবোজ্জ্বল অংশগ্রহণ ছিল। বিগত ছাত্র-জনতার আন্দোলনেও তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তিনি আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী, শিশু ও যুব সমাজের উন্নয়নে অপরিসিম ভূমিকা রেখে গিয়েছিলেন সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন যাবত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সার্বিক সহযোগিতায় সোমবার (১০ মার্চ) ৩৭নং ওয়ার্ডস্থ টিলাগাঁও পয়েন্টে উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জালালাবাদ থানা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বকস, বিমান বন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, দুলাল আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, মহানগর জিসাস’র আহবায়ক ফয়েজ আহমদ খান বেলাল।
মহানগর বিএনপির কার্যনিবার্হী কমিটির সিনিয়র সদস্য ও ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চুর সভাপতিত্বে ও মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক শামসুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ৩৭ নং বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাজু আহমদ, জিসাস জেলা শাখার আহবায়ক আব্দুল কুদ্দুছ সুমন মেম্বার, সদস্য সচিব শাব্বির হোসাইন জামিল, মহানগর য্বুদলের সহ গণসংযোগ বিষয়ক সম্পাদক ইমন আহমদ, সহ প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সদ্দাম হোসেন লিটু, জেলা যুবদলের সহ কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজু, মহানগর যুবদল নেতা সাদ্দাম হোসেন রাজন, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ জুনেদ, ৮নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আরমান শেখ, রুবেল আহমদ, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসাইন, শাকির আহমদ, রাজ্জাক আহমদ, সিব্বির আহমদ প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন জিসাস মহানগরের যুগ্ম আহবায়ক মুসতাকিন আহমদ।-বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন