এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

নারীর প্রতি সহিংস তার প্রতিবাদে এমসি কলেজ ছাত্রদলের মানববন্ধন

Daily Jugabheri
প্রকাশিত ১০ মার্চ, সোমবার, ২০২৫ ২২:২৫:৩৫
নারীর প্রতি সহিংস তার প্রতিবাদে এমসি কলেজ ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং হেনস্থার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল। সোমবার দুপুর ১ টায় কলেজের প্রধান ফটকের সামনে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাইমিনুল হক তপু’র সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রদলের পাশাপাশি কলেজে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীও অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে সেলিম আহমদ সাগর বলেন, ‘দেশব্যাপী নারী ও শিশুর প্রতি যে অপরাধ সংগঠিত হচ্ছে সেজন্যে অপরাধীদেরকে শনাক্ত করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। এভাবে একটা দেশ চলতে পারে না।’ তিনি বলেন, ‘নারী শিশুদের অধিকার নিশ্চিত না করে কোন সমাজ উন্নতি করতে পারে না। দেশের বতর্মান সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমরা অনতিবিলম্বে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার করে ট্রাইবুনাল গঠন করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক খান মোহাম্মদ সামি (আজহারুল ইসলাম), যুগ্ম-আহবায়ক হাফিজ আহমদ সুজন, যুগ্ম-আহবায়ক রাজিব হোসেন, সদস্য জাকির চৌধুরী, ছাত্রদল নেতা শুভন শাহজাহান আবিদ, দেবব্রত দেব (সুনাম দেব) আব্দুর রকিব, জুয়েল মাহমুদ, নাইমান জালাল, হাবিবুর রহমান নাঈম, রনি পাল, মোঃ খুরশেদ আহমদ, মহসিন আহমদ সুহেল, কিবরিয়া আহমদ সামি, আব্দুল করিম কিবরিয়া, সেলিম উদ্দিন, সোহাগ আলম, আব্দুল্লাহ আল নাহিদ, মোস্তাক আহমদ শাকিল, তৌহিদ আহমদ, তৈয়বুর রহমান আবির, আবিদুর রহমান আবিদ, সজিব পাল, ইস্তিয়াক উদ্দিন জামি,ফাহমিদ উদ্দিন, হাবিব আহমদ, মারজান আহমেদ,জাকির হোসাইন, সাকিব আহমদ, সায়ান আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন