দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমণ্ডলীর সভাপতি ও রাজনীতিবিদ অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শ্বশুর শিল্পপতি ও দানবীর কাজী মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। শুক্রবার রাত ৮টার দিকে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ মাউন্ট অ্যাডোরায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। কাজী মোশাররফ হোসেন মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ কাজী নিবাসের বাসিন্দা কাজী মোশাররফ হোসেন সিলেটের একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তাছাড়া সিলেটে মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রসারে ভূমিকা পালন করেছেন তিনি। তিনি ইসলাম প্রচারে তাবলীগ জামায়াতের সাথে দীর্ঘদিন থেকে যুক্ত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কাজী মোশাররফ হোসেনের ৪ ছেলে ও ১ মেয়ে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। মরহুমের জানাজা ও দাফনের সময় পারিবারিক সিদ্ধান্তের পর জানানো হবে। এদিকে, বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যুর সংবাদ পেয়ে তার কাজী নিবাস্থ বাসভবনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ভিড় জমান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা