যুগভেরী ডেস্ক ::: সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র এর উদ্দ্যেগে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে দক্ষিণ সুরমার খোজার খলা এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র ইউনিয়নের প্রতিনিধির কাছে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র উপদেষ্টা সমজিদ আলম, রেজওয়ান আহমদ রাজন, সভাপতি বশির আহমেদ, কোষাধ্যক্ষ লিলু মিয়া ও রিয়াজ মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বক্তব্য বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র এর মতো সকলে নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা