এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

যৌথবাহিনীর হাতে যুবদল নেতা ইমাদসহ আটক ৪ : অস্ত্র-মাদক উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫ ০২:৪৬:২১
যৌথবাহিনীর হাতে যুবদল নেতা ইমাদসহ আটক ৪ : অস্ত্র-মাদক উদ্ধার

যুগভেরী ডেস্ক :: নগরীর সুবিদবাজার থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে যুবদল নেতাসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। বুধবার রাতে সুবিদবাজার বনকলাপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নগরীর বনকলাপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মুক্তাদির বুলবুল আহমদের পুত্র জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), বাদামবাগিচা এলাকার আমিন মিয়ার পুত্র মুজিবুর রহমান সনি (২৭), শাহপরান মিরাপাড়া এলাকার মৃত সিকান্দর আলীর পুত্র মাহমুদ আলী (৪৪) ও ফেঞ্চুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের মৃত নেদারুল ইসলামের পুত্র রিপন (৪৬)।

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও এয়ারপোর্ট থানাপুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি রামদা, ৫টি ছুরি, ২টি কাটি ও ১ একটি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার, মাদক এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল যন্ত্র জব্দ করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়- এসব অস্ত্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে তারা সংরক্ষণ করা হয়েছিল। আইনানুগ অবস্থা গ্রহণপূর্বক তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করলে বিচারকের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন