এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

আগামী শনিবার-৭১টি এলাকায় বিদ্যুৎ থাকবে না

Daily Jugabheri
প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫ ২২:২৭:১৮
আগামী শনিবার-৭১টি এলাকায় বিদ্যুৎ থাকবে না

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর ৭১ টি এলাকায় বেশ কয়েকঘন্টা বিদ্যুৎ থাকবে না আগামীকাল শনিবার। সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৭ ঘন্টা ৬৩ টি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এরমধ্যে লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১কেভি কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম ফিডার সমূহের অধীন লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, বাঁশবাড়ী গলির মুখ, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসলগ্ন এলাকাসমূহ এবং আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি বিমান বন্দর এক্সপ্রেস, জালালাবাদ, আই.জি.ডি ওভারহেড, মহিলা কলেজ, আম্বরখানা ফিডারের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরী বস্তি, ফাজিলচিস্ত, সুবিদ বাজার মিতালী গলি, জালালাবাদ, পীরমহল্লা (পূর্ব ও পশ্চিম), পাহাড়িকা, বাদাম বাগিচা, ঘূর্ণি আ/এ, দত্তপাড়া, আম্বরখানা কলোনী, মজুমদারী, সৈয়দ মুগনী, লেচুবাগান, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেট (আংশিক), বন্দর বাজার, পুরানলেন, চৌহাট্টা, ইত্যাদি এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই দিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না আরো ৮ এলাকায়। এরমধ্যে রয়েছে আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীণ ১১ কেভি জালালাবাদ ফিডারের অধীন আম্বরখানা (আংশিক), মনিপুরী বস্তি, ফাজিলচিন্ত, সুবিদ বাজার মিতালী গলি, জালালাবাদ, পীরমহল্লা, পাহাড়িকা, বাদাম বাগিচা ও তৎসলগ্ন এলাকাসমূহ।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন