এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

জৈন্তাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাকিম চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত ০৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:৫২:৫৬

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে মাস্টার রওশন ৭ম জিটি পিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
যুব নেতা ময়নুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমেদ, সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ, সাবেক ইউপি সদস্য হাফিজ আবদুল মুছব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, ৯ নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম, যুব নেতা বাদশা মিয়া, ছাত্রদল নেতা শেখ সাদেক, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোমান আহমেদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আদনান সাব্বির, চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কবির আহমেদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রাজন আহমেদ রিমন, সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমেদ, রংধনু তরুণ সংঘের সভাপতি দেলোয়ার আহমেদ, ছাত্র নেতা আবু হুরায়রা, সাংবাদিক জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা আরিফ আহমেদসহ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়া বিভিন্ন স্থান থেকে আসা ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন