যুগভেরী ডেস্ক ::: সিলেটের সংগীত জগতের আলোড়ন সৃষ্টিকারী গীতিকার ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এবং এম এ একাডেমি ইউকের প্রতিষ্টাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী গীতিকার মো. আছাব আলীকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তাকে এই সংবর্ধনা প্রদান করেন। এরপর মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বিমানবন্দর থেকে নগরীর শাহ পরান খাদিম, দিগন্ত আবাসিক এলাকার বাসভবনে আছাব আলীকে নিয়ে যান ভক্ত অনুরাগীরা।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে গীতিকার আছাব আলী বলেন, সিলেট হচ্ছে ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত। এই সিলেটে অসংখ্য গুণীজন জন্মগ্রহণ করেছেন, আর গুণীজনদের সম্মান দেওয়াটা আনন্দের বিষয়। আমি চেষ্টা করি আমার লেখনীর মাধ্যমে পিছিয়ে পড়া সমাজ কে এগিয়ে নিতে। তিনি আরোও বলেন, আজ আমি খুবই আনন্দিত। আপনারা আমাকে যে ভালোবাসায় সিক্ত করলেন, তার ঋণ কোনদিন শোধ করতে পারব না। আশা করব আপনাদের এই ভালোবাসা আমার চলার পথের প্রেরণা হয়ে থাকবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আপনারা আমাকে আজ যে সম্মান দিলেন, তা কখনো ভুলবো না। আপনাদের সকল সংগঠনের সফলতা কামনা করছি।
এসময় বাউল শিল্পী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট এর সভাপতি সাংবাদিক সবুজ আহমদ প্রবাসী গীতিকার মো: আছাব আলীকে কেষ্ট দিয়ে সম্মাননা জানান ও সিলেট বিমানবন্দরে বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা