যুগভেরী ডেস্ক ::: সিলেট মেডিকেয়ার-এর সহযোগিতায় ভারতের হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট শাখার যৌথ উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি, ২০২৫ ইং) রাতে নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টেুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভারতের যশোদা হাসপাতালের পক্ষে বক্তব্য রাখেন ক্লিনিকাল ডাইরেক্টর এবং অস্থি সার্জন ডাক্তার সুনীল দাচেপাল্লি এবং , রেডিয়েশন অনকোলজি কনসালট্যান্ট ডাক্তার প্রদীপ কুমার কারামানচি.
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, পরিচালক কাপ্তান মিয়া, সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট মেডিকেয়ারের ফাউন্ডার রেদা মঈন রেজা, উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেয়ারের অন্য ৩ জন ফাউন্ডার চৌধুরী নুর তামাম, আব্দুল করিম জোনাক এবং খালেদ শাহরিয়ার মুমিতসহ অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দ । এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ আগত ডাক্তাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।
ডাক্তার সুনীল দাচেপালি ঘাড়, হিপ এবং হাটুর আর্থরস্কোপিস, জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং স্পোর্টস মেডিসিন-এ তার ২৫ বছরের অভিজ্ঞতা এবং রেডিয়েশন অনকোলজি ডাক্তার প্রদীপ কুমার কারামানচি ১৫ বছরের বেশি অভিজ্ঞতা শেয়ার করেন।
উল্লখ্য, যশোধা হসপিটালের হায়দ্রাবাদ শহরের মধ্যেই আছে ৪টি শাখা, যাদের সম্মেলিত শয্যা সংখ্যা ২০ হাজার। এর মধ্যে রয়েছে ৩টি হার্ট ইন্সটিটিউট, ৩টি ক্যানসার ইন্সটিটিউট, ৪৫০ শয্যা, ৬২ মেডিক্যাল বিশেষত্ব, ৭০০ বিশেষজ্ঞ চিকিৎসক।
রোগীরা উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালে চিকিৎসা করতে চাইলে সিলেটের বন্দর বাজারের রং মহল টাওয়ারে অবস্থিত হেলথকেয়ার ফেসিলিটেশন সার্ভিস প্রভাইডার সিলেট মেডিকেয়ার-এ সরাসরি যোগাযোগ (০১৮৯৩ ৮৯১২১২, ০১৯৮৯ ৯৯৫০৪৭, ০১৭১৫ ০২৯০১৮) করতে পারবেন।
মুলত সিলেট মেডিকেয়ার ভারত থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইরান, তুরস্ক এসব দেশগুলোতে উন্নত চিকিৎসা নিতে প্রত্যাশী রোগীদের সকল ধরনের সেবা এবং সহযোগীতা দিয়ে থাকে। সিলেট মেডিকেয়ার সিলেটের রোগী এবং ডাক্তারদের জন্য সিলেটের স্বাস্থ্যসেবা উন্নতির জন্য সদা সচেষ্ট ভুমিকা পালন করে যাচ্ছে। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা