যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর মিরাবাজার এলাকায় হতদরিদ্র শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় ।
থানা আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আব্দুল মোতালেবের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কোতোয়ালী পূর্ব থানা নায়েবে আমীর নজরুল ইসলাম শোয়েব, কর্মপরিষদ সদস্য এখলাছুর রহমান, ১৬নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ১৮নং ওয়ার্ড জামায়াত নেতা আব্দুল ওয়াহিদ জাবেদ, মাওলানা আব্দুর রশিদ, নুরুল ইসলাম ফয়সাল, তামিম আহমদ খান ও জালাল উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, জামায়াত হচ্ছে সত্যিকারের মানবতাবাদী দল। যে কোন দুর্যোগে জামায়াত মানবতার পাশে দাঁড়ায়। কারণ জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বর্তমানে শীতে হতদরিদ্র মানুষ কষ্টে দিনাতিপাত করছে। তাদের সাহায্যে সামর্থ অনুযায়ী সকলের এগিয়ে আসা উচিত।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা