সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পিঠা আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য একটি অংশ, যা আমাদের শিকড়ের সাথে আমাদের সংযুক্ত রাখে। এমন আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে। পিঠার মাধ্যমে আমরা শুধু আমাদের খাদ্যসংস্কৃতিকে নয়, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যকেও উদযাপন করি। এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে শহুরে জীবনধারার সাথে সংযুক্ত করার একটি সুন্দর উদ্যোগ। এটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা শেখানোর সুযোগ পাই। আমি বিশ্বাস করি, সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে অনন্য ভূমিকা পালন করবে এই উৎসব। শনিবার স্টুডেন্টস হোম স্কুলে অনুষ্ঠিত শীতকালীন পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্কুল ক্যাম্পাসে আয়োজিত উৎসবে ৩০ টি পিঠার স্টল ছিল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ রোটারিয়ান এম. ই. এইচ মিলন। অনুষ্ঠানটি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন- নথ্র্ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মো: সামসুল কবির, কিং ফাহাদ ইউনিভার্সিটি অব সৌদি আরব এর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম. আমিনুল হক, বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ও উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ্ আব্দুল ওয়াদুদ তাপাদার, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ও সুরমাভ্যালি কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সুরনজিৎ তালুকদার, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ও মেট্রোপলিটন স্কুলের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ও সিলেট আইডিয়াল কলেজের কো-অর্ডিনেটর মো: শামসুদ্দোহা, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ও নলেজ হার্বার স্কুলের অধ্যক্ষ নাজমুল আনসারী, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক ও লন্ডন গ্রেইস স্কুলের ভাইস প্রিন্সিপাল মো: নুরুল আবছার, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল মডেল স্কুলের অধ্যক্ষ মো: লুৎফুর রহমান মামুন, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের প্রচার সম্পাদক ও এতিম স্কুলের অধ্যক্ষ মো: হাসান তালুকদার (সোহেল), প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক ও গ্রিনসিটি স্কুলের অধ্যক্ষ কালীপদ দাস, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এস.এম.মাহমুদ হোসেন। পিঠা উৎসবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। হরেক রকমের পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। শহরের ইট কাঠের খাঁচায় পিঠার সঙ্গে মানুষের দুরত্ব ঘোচাতে পিঠা উৎসবের আয়োজনকে স্বাগত জানান অতিথিরা। পিঠা উৎসব উপলক্ষে সকল বয়সী মানুষের উপচেপড়া ভিড়। সাথে বিভিন্ন সাজে ছোট ছোট শিক্ষাথীরা রয়েছে। গান ও নৃত্যের তালে মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব। হরেক রকমের পিঠার মৌ মৌ গন্ধে ভরে উঠে পুরো স্কুল ক্যাম্পাস। প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি পিঠা উৎসবের প্রশংসা করে বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও শিক্ষকদেরকে অভিনন্দন জানান। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, এখন ঘরে ঘরে মোবাইল। এই মোবাইল ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের মোবাইল ফোন হাতে দিয়ে অভিভাবকরা যেন নিশ্চিন্ত হয়ে পড়েন। তাদেরকে সব সময় এই ছোট ডিভাইসতেকে যেন সব সময় দূরে রাখার চেষ্টা করি। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা