যুগভেরী ডেস্ক :: সিলেট নগরীতে নিম্ন আয়ের শ্রমজীবি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেইভ বাংলাদেশ মুভম্যান্ট ইউএসএ।বৃহস্পতিবার কুয়াশা ঢাকা সকালে নগরীর ১০ নং ওয়ার্ডের কানিশাইল এলাকায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেইভ বাংলাদেশ মুভম্যান্ট ইউএসএ এর প্রেসিডেন্ট সৈয়দ আব্দুল মুস্তাকিম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেইভ বাংলাদেশ মুভমেন্টের এক্সিকিউটিভ মেম্বার প্রভাষক মুহিবুর রহমান শামিম, প্রভাষক দেওয়ান আছকির আলী, জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার আব্দুল বাসিত, মো. জিল্লুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহাব মকবুল, জুবায়ের বাপ্পি, শফিউল আলম টিপু, মাহফুজুল ইসলাম, খাইরুল আলম সবুজ, ফখরুল ইসলাম, সাইফুল আলম সাকিব, মনোয়ার ইফতি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লব পরবর্র্তী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সেইভ বাংলাদেশ মুভমেন্ট এর প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিমধ্যে এ সংগঠনের উদ্যোগে বন্যা আক্রান্তদের জন্য দুইটা রেসকিউ বুট, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য পাকা ঘর নির্মাণ প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট নগরীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেইভ বাংলাদেশ মুভমেন্ট । প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন দরিদ্র বঞ্চিত মানুষের কল্যাণে সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সকলের সহযোগীতায় আরো নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবে। বক্তারা বলেন, ভয়াবহ বন্যাসহ যেকোন দুর্যোগে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ায় এই সংগঠন। বক্তারা সেইভ বাংলাদেশ মুভমেন্ট এর মতো অন্যান্য সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানদের দেশ-জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা