এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেট সদরের ৭ ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন’র কার্যক্রম পরিধি

Daily Jugabheri
প্রকাশিত ২২ জানুয়ারি, বুধবার, ২০২৫ ২০:৪৫:৪৫
সিলেট সদরের ৭ ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন’র কার্যক্রম পরিধি

যুগভেরী ডেস্ক ::: সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেছেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি ইউনিট। এর স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করা হলে পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় সরকারের অগ্রযাত্রাকে গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, জনসেবা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সাথে সমন্বিতভাবে কাজ করে ইউনিয়ন পরিষদ। এটি স্থানীয় উন্নয়ন ও সুশাসনের মূল ভিত্তি হিসেবে কাজ করে, যা গণতন্ত্রের মূল কাঠামোকে শক্তিশালী করে। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হিসেবে জনসেবায় অবদান রাখে। গ্রাম পর্যায়ে জনগণের চাহিদা পূরণ, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং স্থানীয় সমস্যাগুলোর সমাধানে বিশেষ ভূমিকা রাখে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নসহ দরিদ্র ও অসহায় ব্যক্তিদের জন্য ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি কর্মসূচি পাশাপািশ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম আদালত পরিচালনা ও ছোটখাটো বিরোধ নিষ্পত্তি, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশের কার্যক্রম সমন্বয়। বনায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাশয় সংরক্ষণের মাধ্যেম টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সদর উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন সিলেট এপির যৌথ আয়োজনে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিগুলোকে অধিকতর কার্যকর করার লক্ষে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ তাদের পরিষদের পক্ষ থেকে স্বাক্ষর করেন। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য, সংরক্ষিত আসনের সদস্য ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, পরিষদের স্থায়ী কমিটির সদস্য ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন সিলেট এপির সিনিয়র ম্যানেজার কাজল দ্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও মোগলগাঁও ইউনিয়নের প্রশাসক মাহবুবুল ইসলাম, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মনাফ, হাটখোলা ইউপি চেয়ারম্যান কেএম রফিকুজ্জামান, খাদিমনগর ইউপি চেয়ারম্যান দিলওয়ার হোসেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মানিক মিয়া, খাদিমপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোসাব্বির ও টুকেরবাজার ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন এর মাঠ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জাবির আহমদ নোমান, মনোরঞ্জন বড়ৈ, আশুতোষ রেমা, অশেষ রেম, জয় প্রমুখ।
উল্লেখ্য, সিলেট সদর উপজেলা উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর কার্যক্রমের পরিধি আরো বাড়ছে। আগে চারটি ইউনিয়নে সংস্থার কর্মকান্ড পরিচালিত হলেও এখন সাতটি ইউনিয়নেই কার্যক্রম চালাবে সংস্থাটি। তবে, নতুন সংযোজিত তিনটি ইউনিয়নে পরিচালিত হবে সচেতনতামূলক কার্যক্রম। জালালাবাদ, হাটখোলা, টুকেরবাজার ও কান্দিগাঁও ইউনিয়নের হতদরিদ্রদের জীবনমান উন্নয়ন এবং নারী ও শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন