এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে রজব, ১৪৪৬ হিজরি

ফসলী জমি, মৎস্য ও পরিবেশ রক্ষার দাবীতে কৃষক এবং মৎস্যজীবিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Daily Jugabheri
প্রকাশিত ২২ জানুয়ারি, বুধবার, ২০২৫ ২০:৫৭:৫৫
ফসলী জমি, মৎস্য ও পরিবেশ রক্ষার দাবীতে কৃষক এবং মৎস্যজীবিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

যুগভেরী ডেস্ক ::: ফসলী জমি, চাষ কৃত মাছ ও পরিবেশ রক্ষার দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের ৪০ ও ২৭নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও স্থানীয় কৃষক এবং মৎস্যজীবিরা বুধবার (২২ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমার বাড়েরা বিলের পাড়ে মানববন্ধন কর্মসচি পালন করেন। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও সিসিকের ৪০, ৪১ এবং ৪২ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালককে পৃথক পৃথক ভাবে সমস্যার সমাধান চেয়ে আবেদন প্রদান করেন।
আবেদনে স্থানীয় বাসিন্দারা বলেছেন, আমরা প্রান্তিক চাষী ও মৎস্যজীবি। আমাদের প্রাচীন জলাশয় (বাড়েরা বিল) সিলেট সিটি কর্পোরেশনের অবর্জনা দ্বারা ভরপুর। বিগত ২০২০ সালে একটি স্বার্থভোগী মহল রাতের বেলা বিলের বাঁধ কেটে দেয়। এতে দূষিত কালো পানি হাওরে ডুকে হাওরের সব মাছ মারা যায়। আমরা এলাকার সবাই মিলে চাঁদা তুলে বাঁধ নির্মাণ করে আমাদের হাওরকে রক্ষা করি ।
গত ৫ জানুয়ারি রবিবার বেলা ২ টার সময় হঠাৎ করে বিলের বাঁধ ভেঙ্গে জোয়ারের মত হাওরের পানি ডুকে সম্পূর্ণ ক্ষেতের ফসল নষ্ট করে এবং পুরো হাওরের মাছগুলো মারা যায়। এমনকি হাঁস পর্যন্ত মারা যায় । কৃষকরা কাজ করতে পারছে না খারাপ পানির কারণে। হাতে-পায়ে চুলকায় ও হাতে-পায়ে খোসকা উঠে। এই দূর্ঘটনায় ৩৫টির মতো মালিকানা পুকুরের সব মাছ মারা যায়। প্রায় ১৫০ একরের মতো ফসলির জমি প্লাবিত হয় এবং প্রায় ৫০ একরের মতো হাওরের মাছ মারা যায়। এতে এলাকার সবাই মারাত্বক ক্ষতিগ্রস্থ হয়। আমরা পরেরদিন এই দূর্ঘটনার কারণ খোঁজে জানতে পারি পারাইরচক লাল মাটিয়ায় অবস্থিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্রকল্পের ভিতরে ৫টি বিশাল পুকুরে কে বা কারা মাছের চাষ করেছে। তারা মাছ ধরার জন্য বেশ কয়েকদিন ধরে ৩টা মেশিন দ্বারা সেচ দিচ্ছে। অতিরিক্ত পানির চাপে বাঁধ ভেঙ্গে এই দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর দাবী তদন্তপূর্বক ক্ষতিগ্রস্থ ফসলের জমির পানি ও মাঠি বিশুদ্ধকরণ এবং ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্যজীবিদের রক্ষায় ব্যবস্থা গ্রহণের।
এসময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, এলাকার মুরব্বী সোলেমান আহমদ, সাইফুল ইসলাম, সবুজ কুমার বিশ্বাস, ফয়েজ উদ্দিন, কবির আহমদ, মিজানুর রহমান, তারা মিয়া, আব্দুল খালিক, গৌরাঙ্গ বিশ্বাস, আনা মিয়া, সিন্টু বিশ্বাস, ভানু বিশ্বাস, অজয় বিশ্বাস, তারেক আহমদ, বাবলা বিশ্বাস, আব্দুল জব্বার, সাহেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন