এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২২শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেট কোম্পানীগঞ্জে বউবাজারে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

Daily Jugabheri
প্রকাশিত ২১ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১৮:৪৭:৩১
সিলেট কোম্পানীগঞ্জে বউবাজারে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বউবাজারে নামকস্থানে মঙ্গলবার মাছ বিক্রয়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭ আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে ২ পুলিশ সদস্য আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত রবিবার সকালে বউবাজারে মাছ ব্যবসায়ী শাহ আলম নামে এক  মাছ ব্যবসায়ীর কাছ থেকে মাছ ক্রয় করা নিয়ে নয়াগাঙ্গের পাড় গ্রামের এক ব্যাক্তির সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। যা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াদ আলী এগিয়ে আসলেও ঘটনার সমাধান করা যায়নি। এ ঘটনায় ২ জন আহত হয়ে। এদের মধ্যে আব্দুল নামে এক যুবক ঘোরতর আহত হয়। আহতবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত আব্দুল ইসলামপুর গ্রামের আশিক মিয়া ছেলে।

পূর্ব ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে ১টার সময়সজিদের মাইকে ঘোষণা দিয়ে বউবাজার নামক স্থানে উভয় গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়। দুপক্ষের লোকজন ইট, পাথর নিক্ষেপ করে। এসময় সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক  রণক্ষেত্রে পরিণত হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তার উভয়পাশে শত শত পর্যটক ও  যাত্রীবাহি যানবাহন আটকা পরে। বেলা ৩টার দিকে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সেই সাথে যান চলাচল স্বাভাবিক হয়।

উভয় পক্ষকে শান্ত করতে সংঘর্ষ থামাতে আহত হন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন