এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রজব, ১৪৪৬ হিজরি

ভার্থখলা মাদ্রাসার ২দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বক্তারা

Daily Jugabheri
প্রকাশিত ২০ জানুয়ারি, সোমবার, ২০২৫ ১৮:৪১:২৫
ভার্থখলা মাদ্রাসার ২দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বক্তারা

যুগভেরী ডেস্ক ::: সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজন গত শনিবার থেকে শুরু হয়ে রোববার (১৯ জানুয়ারি) সমাপ্ত হয়। মহাসম্মেলনে হাফিজ ও মাওলানাদের মধ্যে পাগড়ী প্রদান করেন জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মহাসম্মেলনে বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারব। বক্তারা ধর্মীয় ও সামাজিক জীবনের জন্য ইসলামের গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার ওপর বিশেষ জোর দেন। বক্তারা বলেন, ইসলামী শিক্ষা এবং নৈতিক আদর্শ চর্চার মাধ্যমে সমাজকে সন্ত্রাস, দুর্নীতি এবং অশান্তি থেকে মুক্ত করা সম্ভব। ইসলামের মূল শিক্ষা এবং তা ব্যক্তিজীবন ও সমাজে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ইসলাম কেবল নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা মানবজাতির জন্য শান্তি ও কল্যাণ নিশ্চিত করে। ইসলামের প্রকৃত সৌন্দর্য মানুষের চরিত্রে প্রতিফলিত হতে হয়। আমাদের কাজ, কথা এবং আচার-আচরণই ইসলামের সুমহান বার্তা ছড়িয়ে দিতে পারে। তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজের উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানান।
জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে ও মাওলানা নাজিম উদ্দিন মাওলানা ইয়াকুব জাকির মাওলানা সালিম আহমদ সুলাইমানের উপস্থঅপনায় সমাপনী দিনে বয়ান পেশ করেন, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, মুফতি আলী হাসান উসামা ঢাকা, মুফতি আবুল হাসান জকিগঞ্জ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা নূরুল হক নবীগঞ্জ প্রমুখ। দেশ-বিদেশের খ্যাতনামা আলেম ও ইসলামি চিন্তাবিদদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কুরআন ও হাদিসের আলোকে মুসলিম উম্মাহর সঠিক পথনির্দেশনা, নৈতিকতা ও সমাজ সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সম্মেলনের শেষদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির উন্নয়ন, এবং বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন