এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেট মহানগর ২৬নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জামায়াত

Daily Jugabheri
প্রকাশিত ১৯ জানুয়ারি, রবিবার, ২০২৫ ২১:২৮:৪০
সিলেট মহানগর ২৬নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জামায়াত

যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিপদ-আপদ মুসিবত আল্লাহর তরফ থেকে পরীক্ষাস্বরুপ। তাই সকল অবস্থায় সবুর করা মুমিনদের কর্তব্য। নগরীর চাদনীঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ও ২ টি বাসা পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বিশাল ক্ষতির সম্মূখীন হয়েছে। তাদের দ্বারা এই ক্ষতি কাঠিয়ে উঠা কঠিন। জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই যে কোন বিপদ মুসিবতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও শান্তনা খুঁজে পায়।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারী সহায়তার পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রয়োজন। জামায়াত সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।

তিনি রোববার সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার ২৬নং ওয়ার্ডের চাদনীঘাট সংলগ্ন ঝালোপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ টি দোকান ও ২ পরিবারকে সহমর্মিতা ও নগদ আর্থিক সহায়তা প্রদানকালে উপরোক্ত কথা বলেন। এর আগে তিনি ক্ষতিগ্রস্ত দোকান বাসাগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদার, ২৬নং ওয়ার্ড সভাপতি এস এম মুসা, সেক্রেটারী আব্দুস সোবহান, ঝালোপাড়া ইউনিট সভাপতি মাতাব আহমদ, ভার্থখলা পশ্চিম ইউনিটের সভাপতি জামিল আহমদ, ভার্থখলা পূর্ব ইউনিট সভাপতি আব্দুল মালেক মুন্না, কদমতলী উত্তর ইউনিট সভাপতি আকরাম হোসেন, ঝালোপাড়া ইউনিটের সেক্রেটারী মাসুম আহমদ, ব্যবয়াসী ইউনিট সেক্রেটারী ইমরান আহমদ, ভার্থখলা পূর্ব ইউনিটের সেক্রেটারী এখলাছুর রহমান সুমন। এছাড়াও এসময় বিশিষ্ট পার্টস ব্যবসায়ী আনহার রশীদ চৌধুরী, এমাদ আহমদ, সাহাব উদ্দিন ও মকবুল হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন