এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের কর্মশালা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ১৮ জানুয়ারি, শনিবার, ২০২৫ ১৫:৪৩:৪৪
সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের কর্মশালা অনুষ্ঠিত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল হক চৌধুরী বলেছেন, ল্যাবরেটরি পরীক্ষার প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রি-অ্যানালাইটিক্যাল প্রক্রিয়ায় ত্রুটি রোধের মাধ্যমে আমরা রোগ নির্ণয়ের সঠিকতা নিশ্চিত করতে পারি। এ ধরনের কর্মশালা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, প্রযুক্তি এবং দক্ষতার সমন্বয়ে কাজ করলে ল্যাবরেটরি সেবার আরও উন্নতি সম্ভব। এই কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে নগরীর সুবিদবাজারস্থ হলরুমে কুইন্স হাসপাতালে ‘প্রি-অ্যানালাইটিক্যাল এরর ইন ল্যাবরেটরি’ শীর্ষক অনুষ্ঠিত কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলে বলেন।
কুইন্স হসপিটালের ম্যানেজার মো. মহি উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজী বিভাগের সহযোগী অধ্যাপক (সিসি) ডা. শান্তনু দাস, শাবিপ্রবির বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শামীম আহমদ, কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী, কুইন্স হসপিটালের পরিচালক ডা. আহমেদ নাফি, ডা. জাকির হোসেন তাপু। অনুষ্ঠানে প্রোগ্রামের স্লাইড প্রেজেন্টেশন করেন ডা. জাকির হোসেন এমপিল (মাইক্রোবালজি)।
সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি জাবেদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকাশ চন্দ্র দে সুমন, অর্থ সম্পাদক মোঃ জনি মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সহ সভাপতি মো মুজাম্মিল হক, সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস আহমদ সুমন, শিক্ষা বিষয় ক সম্পাদক লিটন দেব নাথ, স্টিয়ারিং কমিটির আহ্বায়ক মোঃ মিজিবুল হক, সদস্য সচিব আসাদ আহমদ আজাদ, উপদেষ্টা রিপন রায়, অজিত কুমার দাস, বিজয় ভূষণ দাস, কাঞ্চন চক্রবর্তি প্রমুখ। কুইন্স হাসপাতালের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন