আখালিয়া জালালিয়া সমাজ কল্যাণ সংস্থার ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন
আখালিয়া জালালিয়া সমাজ কল্যাণ সংস্থার ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন
Daily Jugabheri
প্রকাশিত ১৮ জানুয়ারি, শনিবার, ২০২৫ ২২:৫৭:১৭
তাফসীরুল কুরআন মাহফিল প্রধান অতিথির বয়ান পেশ করেন, মাওলানা শাহ মো. আরিফ বিল্লা সিদ্দিকী (বরিশাল) বলেছেন, মিথ্যাকে সব পাপের জননী বলা হয়। একটি মিথ্যা থেকে শতশত পাপের সূত্রপাত হয়। মিথ্যাবাদীকে আল্লাহ প্রচন্ড ঘৃণা করেন। কোরআন ও হাদিসে মিথ্যা বলাকে মুনাফিকের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। তিনি আরোও বলেন আমাদের জীবন মরণ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে।জীবন নামের এই কিছু সময়ের সমষ্টি আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত লাভের উপকরণ মাত্র। জীবন ত্যাগের জন্য নির্ধারিত, সুখের জন্য নয়। তাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিৎ আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা থাকে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তিনি গত শুক্রবার (১৭ ই জানুয়ারি ২০২৫ ) রাতে জালালিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে জালালিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরুক্ত কথাগুলো বলেন। জালালিয়া জামে মসজিদের ইমামা ও খতিব হযরত মাওলানা ক্বারী সাফওয়ান আহমেদ সাদী এর সভাপতিত্বে ও জালালিয়া সমাজ কল্যাণ সংস্থার কমিটির নেতৃবৃন্দর পরিচালনায়,
বিশেষ অতিথি হিসাবে তাফসীরুল কোরআন মাহফিলে অতিথির বয়ান পেশ করেন ,হযরত মাওলানা মুজিবুর রহমান সাদী (হবিগঞ্জ), হযরত মাওলানা আরিফুজ্জামান রাহমানী (সিলেট) , হযরত মাঃ জয়নাল আবেদিন (কোম্পানিগঞ্জ)সহ বিভিন্ন আমন্ত্রিত উলামায়ে কেরামের বয়ান পেশ করে। তাফসীর মাহফিলে সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত থেকে সফল ও সার্থক করায় তাফসীর মাহফিল পরিচালনা কমিটি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নগরীর ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি