যুগভেরী ডেস্ক ::: সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর মহিলা উপ-পরিষদ আয়োজিত পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ক্লাব হলরুমে ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট শাহ মোঃ মোসাাহিদ আলী ফিতা ও কেক কেটে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন।
মহিলা উপ-পরিষদের আহ্বায়ক মৌসুমী সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট শাহ মোসাাহিদ আলী বলেন, সিলেটের পিঠা একটি সাংস্কৃতিক ঐতিহ্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চালিত হয়ে এসেছে এবং তা আমাদের কৃষ্টি ও সংস্কৃতির প্রতীক হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, সিলেটের নানা ধরনের পিঠার মধ্যে রয়েছে বিচিত্রতা, যা শুধু স্বাদে নয়, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। পিঠা তৈরির কৌশল ও উপকরণ আমাদের সমাজের ঐতিহ্য, পরিবার এবং সমাজের বন্ধনকে সুদৃঢ় করে। তিনি সিলেট স্টেশন ক্লাবের মহিলা উপ-পরিষদের উৎসবকে একটি উৎসাহব্যঞ্জক উদ্যোগ হিসেবে তুলে ধরেন এবং ভবিষ্যতে আরো এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মহিলা উপ-পরিষদের আহ্বায়ক মৌসুমী সেন বাঙালীর ঐতিহ্যবাহী পিঠা উৎসব আয়োজনে ক্লাবের সকলের সহযোগিতায় ধন্যবাদ জানান এবং ঐতিহ্য ধরে রাখার লক্ষে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নুরুদ্দীন আহমদ এডভোকেট, মো. নজরুল ইসলাম, মঞ্জুর আহমেদ চৌধুরী। উৎসবে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান কাউন্সিলর জাহাঙ্গীর হক (রাজ)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ডা. বনদ্বীপ লাল দাস, পরিচালক অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ এস সিরাজুল হক চৌধুরী, পরিচালক ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ আব্দুল্লাহ আহমদ, পরিচালক ক্রীড়া বিভাগ কামাল হাসান, পরিচালক সাংস্কৃতিক বিভাগ এ এম মিজানুর রহমান, পরিচালক আপ্যায়ন বিভাগ রাফি ইব্রাহিম, মহিলা উপ-পরিষদ সদস্য নাইমা আফরিন লিপি, রেবেকা ইয়াসমিন, অর্চ্চনা বণিক, কৃষ্ণা চন্দ, সানজিদা খানম, উপদেষ্টা পরিষদের আহ্বায়ক নাজনিন হোসেইন, সদস্য রেজোনা ইসলাম চৌধুরী, রওনক জাহান প্রমুখ। পরে পিঠা উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন