এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

কোম্পানীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জানুয়ারি, বুধবার, ২০২৫ ১৭:১৪:১৬
কোম্পানীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

কোম্পানীগঞ্জ সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তারা তাদের নিজস্ব তৈরী বিভিন্ন উদ্ভাবনীর কার্যক্রম প্রদর্শন করে। মেলায় আগত অতিথিরা অংশগ্রহণকারীদের স্টল ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনীর বিষয়ে জানতে চান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল হক’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব’র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন