যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আর্তমানবতার কল্যাণে কাজ করে। জামায়াত শুধু ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেনা। জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে চায়। যে কোন দুর্যোগে মানবতার পাশে দাঁড়ায়। দেশে শীতের প্রকোপ বেড়ে চলেছে। এতে হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আর এটাই ইসলামের সুমহান শিক্ষা।
তিনি গত সোমবার সন্ধ্যায় নগরীর তেমুখী এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটানী মাওলানা জুনায়েদ আল হাবিবের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ আব্দুস সালাম আল মাদানী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়তের সভাপতি ফয়ছল আহমদ, ৩৮নং ওয়ার্ড সভাপতি দুলাল আহমদ, জামায়াত নেতা মাওলানা উসমান ও সমাজসেবী গুলজার আহমদ প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন