এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রজব, ১৪৪৬ হিজরি

ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি সিলেটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ১৪ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ০০:০৬:৪২
ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি সিলেটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 যুগভেরী ডেস্ক ::: ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সহায়তা যাকাত ফান্ড থেকে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি সিলেটের উদ্যোগে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন রশিদ চত্বর ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি হল রুমে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল মো. মিরাজ আহমদের সভাপতিত্বে ও সিনিয়র এক্সিকিউটিভ ইকবাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিআইটি সিলেটের স্থানীয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও আইবিবিপিএলসি সিলেটের সিনিয়র ইভিপি ও জোন প্রধান মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিবি পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ আহমদ, আইবিবিপিএলসি দক্ষিণ সুরমা শাখা প্রধান সিনিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মো. নকিব হোসেন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আইবিআইটি’র একাডেমী ইনচার্জ এম এম সোলায়মান আহসান।
শীতবস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি আইবিআইটি সিলেটের স্থানীয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও আইবিবিপিএলসি সিলেটের সিনিয়র ইভিপি ও জোন প্রধান মো. জাকির হোসেন বলেন, সমাজের গরীব ও অসহায় মানুষের কল্যাণে এবং আর্তমানবতার সেবায় কাজ করছে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রচণ্ড এই শীতে সিলেটে অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য শীতবস্ত্র বিতরণ হচ্ছে। ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি দেশের সকল দূর্যোগময় মুহুর্তে মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছে। এছাড়াও গরীব শিক্ষার্থীদের পড়াশুনার জন্য সর্বদা চেষ্টা অব্যাহত রেখে চলেছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন